• facebook
  • twitter
Friday, 27 December, 2024

হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ মনমোহন সিং

চলতি বছরের এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর গ্রহণ করেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফাইল চিত্র

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তাঁকে দিল্লি এইমসের ইমারজেন্সি বিভাগে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হাসপাতালের জরুরি বিভাগে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর বয়স হয়েছে ৯২ বছর।

চলতি বছরের এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর গ্রহণ করেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। এছাড়াও এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত পিভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভারতের বর্তমান অর্থনীতির পরিকাঠামোর জনক হিসেবেই তাঁকে দেখেন দেশের অর্থনীতি বিশেষজ্ঞরা। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। মনমোহনই প্রথম ভারতের সাম্যবাদ ঘেঁষা অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের দিশারী হয়েছিলেন।