• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীরে ফাটল ঘিরে চাঞ্চল্য

পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীরে ফাটল। আর এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে গোটা ওড়িশায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সাহায্য চাওয়া হয়েছে ফাটল মেরামতের জন্য।

পুরীর জগন্নাথ মন্দিরের প্রাচীরে ফাটল! আর এ নিয়েই শোরগোল পড়ে গিয়েছে গোটা ওড়িশায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে সাহায্য চাওয়া হয়েছে ফাটল মেরামতের জন্য। জগন্নাথ মন্দিরের প্রাচীর মেঘনাদ পাচেরি নামে পরিচিত। শতাব্দী প্রাচীন মন্দিরের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেবায়েতরা জানাচ্ছেন, ভগবানকে যেখানে ভোগ প্রসাদ দেওয়া হয়, সেই জায়গা অর্থাৎ আনন্দ বাজার থেকে মেঘনাদ পাচেরি পর্যন্ত লম্বা ফাটল দেখা গিয়েছে। এর ফলে মন্দিরের গা বেয়ে জল চুঁইয়ে পড়ছে। দেওয়ালে শ্যাওলাও জম্মেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, মন্দিরের কাঠামোর ভিতরে জল ঢুকছে।

শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে অরবিন্দ পাধি বলেন, মেঘনাদ পাচেরির জন্য খুবই চিন্তা হচ্ছে। ইতিমধ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন। এসজেটিএর কারিগরি দলও উপস্থিত ছিল। আমরা আশা করছি, এএসআই শিগগিরই মন্দিরের মেরামত সম্পন্ন করবে।

পুরীর জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। শতাব্দী প্রাচীন এই মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ। তিনি বলেন, ঠিক কী কারণে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে। এএসআই বারণ করা সত্ত্বেও হয়তো কোনও কাজ হয়েছে। মন্দির সংস্কারের বিষয়টিকেই আপাতত অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এদিকে মন্দিরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে মন্দির কর্তৃপক্ষ ও ওড়িশা সরকার। কীভাবে এ জাতীয় ঘটনা ভবিষ্যতে রোখা যায়, তা নিয়েও আলোচনা হবে। প্রাচীর সংস্কারের সময় মন্দিরের কিছু অংশের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। গোটা বিষয়টিই অবশ্য নির্ভর করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওপর।