• facebook
  • twitter
Tuesday, 15 April, 2025

কোভিড পজিটিভ ওমর আবদুল্লা

ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কোভিড টেস্টের রিপাের্ট পজিটিভ এসেছে। তিনি টুইট করে লিখেছেন, 'আমি বাড়িতে আইশােলেশনে রয়েছি।

ওমর আবদুল্লা (File Photo: IANS)

ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কোভিড টেস্টের রিপাের্ট পজিটিভ এসেছে। তিনি টুইট করে লিখেছেন, ‘আমি বাড়িতে আইশােলেশনে রয়েছি। ফারুক আবদুল্লাও গত মাসে কোভিড পজিটিভ হয়েছিলেন। তার চিকিৎসা হাসপাতালে করা হচ্ছে।

ওমর টুইট করে লেখেন, “আজ দুপুরে কোভিড রিপাের্ট পজিটিভ এসেছে–আমি বাড়িতে সেলফ আইশােলেশনে রয়েছি। তিনি বলেন, ‘বাবা ট্রিটমেন্টে ভালাে সাড়া দিচ্ছেন। একটু করে সুস্থ হয়ে উঠছেন।