• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এইমসের ন’তলায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই কোভিড ল্যাব 

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের ন’তলায় বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায়।

এইমসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। (File Photo: IANS)

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের ন’তলায় বুধবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায়। দমকল কর্তৃপক্ষের তরফে জানানাে হয়েছে, একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

এইমসের ওই বিল্ডিংয়ে একাধিক ডায়গােনেস্টিক ল্যাব ও পরীক্ষণ সংক্রান্ত ইউনিটগুলাে রয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ‘২০ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানাের চেষ্টা করে। আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরি বলেন, ‘এইমসের ন’তলায় যেখানে কোভিড-১৯ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছিল ওই জায়গাতেই আগুন লাগে। ওই ইউনিটে কী পরিমান ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। এইমস ক্যাম্পাসের কনভারজেন্স ব্লকের একটি অফিসে আগুন লাগে।’ 

তিনি আরও জানান, আমরা রাত সাড়ে দশটার সময়ে এমার্জেন্সি ফোন পাই। কুড়িটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর নেই। তবে কয়েকটি ল্যাবরেটরি ও অফিস পুরােটাই নষ্ট হয়ে গেছে। তার মধ্যে কোভিড ল্যাবটিও রয়েছে। ওই ল্যাবেই করােনা পরীক্ষা করা হত। এই বিল্ডিংয়ে কোনও ওয়ার্ডে রােগী থাকেনা। এইমসের এসইটি (স্কিলস, ই-লার্নিং, টেলিমেডিসিন) ফেসিলিটি, অডিটোরিয়াম রয়েছে।