দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

দেশ,ফের,ঊর্ধ্বমুখী,কোভিড,গ্রাফ

প্রতীকী ছবি (Photo: SNS)

দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। যা উদ্বেগ বাড়াচ্ছে প্রায় সকলেরই। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা দেশে আক্রান্ত ১০ হাজার ১৯৭ জন। একদিনে দেশে করোনার বলি ৩০১ জন। আক্রান্ত এবং মৃতের সংখ্যা মঙ্গলবারের তুলনায় বেড়েছে বেশ খানিকটা।

যা স্বাভাবিকভাবেই সকলের উদ্বগ বাড়াচ্ছে। তবে আশার খবর একটাই কমছে পজিটিভিটি রেট। দেশে অ্যাকটিভ কেস ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। যা ৫২৭ দিনের মধ্যে সর্বনিম্ন বলেই স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে দাবি করা হয়েছে।

হিসাব বলছে, গত দিনের তুলনায় দৈনিক পজিটিভিটি রেট কমেছে ২ শতাংশের কম এবং গত ৫৪ দিনের নিরিখে বুধবার ২ শতাংশের কম সাপ্তাহিক পজিটিভিটি রেট কমেছে। দেশের কোভিড গ্রাফের শীর্ষে ৫ রাজ্য।


কেরল, তামিলনাড়ু, বাংলা, মহারাষ্ট্র ও মিজোরাম। এর মধ্যে কেরলের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। ‘ঈশ্বরের নিজের দেশে ‘ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৬ জন। জোরকদমে চলছে টিকাকরণের কাজ। ডিসেম্বরের মধ্যে যাতে দেশের সমস্ত মানুষ অন্তত প্রথম ডোজ পান, সেই লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।

রাজ্যগুলিকেও সেই মর্মে টিকা সরবরাহ করা হয়েছে বলে দাবি। বাংলায় অবশ্য ইতিমধ্যেই প্রথম ডোজ টিকা পেয়ে গিয়েছেন ৮৪ শতাংশ নাগরিক। বাকিদের খুঁজে বের করে ১০০ শতাংশ ডোজ দেওয়ার কাজ সম্পূর্ণ করবে পুরসভা।