আদালতের নির্দেশ সত্ত্বেও প্রতিবন্ধী জওয়ান তাঁর প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত অবমাননার অভিযোগে সেনাপ্রধানকে তলব করল আদালত। তলব করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকেও। সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনালের প্রধান বেঞ্চ প্রতিরক্ষা সচিব এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে অবমাননার মামলায় ব্যক্তিগত ভাবে হাজিরা দিতে বলে। ট্রাইবুনালের বারবার আদেশ সত্ত্বেও তা অমান্য করা হয় বলে অভিযোগ।
এএফটি-র নির্দেশ, আগামী ২১ অক্টোবর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষা সচিবকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। আদালত বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রতিবন্ধী জওয়ান কেন তাঁর প্রাপ্য পেনশন পাচ্ছেন না, তার জবাব চেয়েছে আদালত। প্রতিরক্ষা মন্ত্রক এর আগে দিল্লি হাইকোর্টে এএফটি-এর বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু উচ্চ আদালত এক্ষেত্রে ট্রাইব্যুনালের ক্ষমতাকেই বহাল রাখে।
উচ্চ আদালত জানায় , নির্দেশ অবমাননা করা হলে তার বিরুদ্ধে মামলার ক্ষমতা সেনা আদালত তথা এএফটি-র রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছিল হাই কোর্ট। দিল্লি হাইকোর্টে অক্টোবরে এই শুনানি হবে।