প্রজ্ঞা সিং ঠাকুরের আবেদন খারিজ,শুনানিতে হাজিরার নির্দেশ

সাধ্বী প্রজ্ঞা সিং (ছবি-IANS)

শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ জারি করে মালেগাঁও -বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের আবেদন খারিজ করল আদালত।মালেগাঁও কান্ডে অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুর কোর্টে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।স্পেশ্যাল এনআইএ আদালত প্রজ্ঞার আবেদনটি খারিজ করে দেয়।

মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা সিং ঠাকুরকে চলতি মাসের ৩ জুন থেকে ৭ জুনের মধ্যে আদালতে হাজির থাকতে বলা হয়েছিল।বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদের কারণে তাঁকে চলতি সপ্তাহে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত ২১ মে লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরােহিত ও সুধাকর চর্তুবেদীকে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছিল।পরে এনআইএ আদালতে মামলাটি ওঠার পর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরােহিত, সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর , সুধাকর চর্তুবেদী আদালতে   হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।বিজেপির টিকিটে জিতে প্রজ্ঞা সিং ঠাকুর সাংসদ হয়েছেন।