ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। এবার প্রকাশ্যে আসছে নভোভ্যাক্সের টিকার কার্যকারিতা। যেখানে বলা হচ্ছে করােনা কখতে এই টিকা ৯০ শতাংশ কার্যকরী। মােট ২১ হাজার ৯৬০ জনের উপর ট্রায়াল করা হয়েছে মাঝারি সংক্রমণের ক্ষেত্রে একশ শতাংশ কার্যকরী এই টিকা।
সামগ্রিকভাবে এই টিকার কার্যকারিতা ৯০.৪ শতাংশ। নভোভ্যাক্সের এই টিকা তৈরি করবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এখন দেশে কোভিশিল্ড তৈরি করতে সেরাম। স্পুটনিক ভি তৈরিরও ছাড়পত্র পেয়েছে আৰু পুনাওয়ালার এই সংস্থা। এবার নভোভ্যাক্সও তৈরি করবে সেরাম।
Advertisement
Advertisement
Advertisement



