• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জানুয়ারিতে করােনার টিকা আসতে পারে ভারতের বাজারে: এইমস ডিরেক্টর

বিশ্বজুড়ে করােনার দাপট অব্যাহত। করােনা রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধক নিয়ে গবেষণা। পিছিয়ে নেই ভারতও।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস) (File Photo: IANS)

বিশ্বজুড়ে করােনার দাপট অব্যাহত। করােনা রুখতে বিশ্বজুড়ে চলছে প্রতিষেধক নিয়ে গবেষণা। পিছিয়ে নেই ভারতও। প্রতিদিন বিভিন্ন দেশ থেকে আশার বাণী শােনা যাচ্ছে। আশ্বাসও আসছে। শুক্রবার এমনই আশার বাণী শােনালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডকাল সায়েন্সেস (এইমস)-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। 

তবে, প্রতিষেধক দেশের বাজারে এলে তা কতটা সহজলভ্য হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে তিনি। সংক্রমণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিষেধকের অপেক্ষায় রয়েছে গােটা দেশ। কিন্তু এই প্রতিষেধক সরবরাহ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা স্বীকার করে নিয়েছেন গুলেরিয়া।

কিভাবে সরবরাহ করা হবে তা নিয়ে আলােচনা শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। একটি মডেলের প্রসঙ্গ তিনি সামনে এনেছেন। দুটি দলে ভাগ করে এই প্রতিষেধক দেওয়া হতে পারে। প্রথম সারিতে থাকবেন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কোভিড যােদ্ধা, যাদের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, সেরকম মানুষরা থাকলে দ্বিতীয় দলটিতে।