• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দেশে করােনার গ্রাফ নামছে

তিরিশ কোটি ভারতীয় আক্রান্ত হয়েছিল করােনাতে দাবি করেছে সরকারি সেরাে সার্ভে। শুধু রাজধানী দিল্লিই নয়, গােটা দেশই সম্ভবত এগােচ্ছে ইমিউনিটির দিকে।

প্রতীকী ছবি (Photo: AFP)

তিরিশ কোটি ভারতীয় আক্রান্ত হয়েছিল করােনাতে দাবি করেছে সরকারি সেরাে সার্ভে। শুধু রাজধানী দিল্লিই নয়, গােটা দেশই সম্ভবত এগােচ্ছে ইমিউনিটির দিকে। এমনই ইঙ্গিত মিলেছে, সাম্প্রতিক সেরাে সার্ভেতে।

বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া। হিসেব অনুযায়ী শেষ চৰ্বিশ ঘন্টাতে দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা এগারো হাজার। কিন্তু গত কয়েকদিনে করােনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী।

এবার আরও স্বক্তি দিয়ে সেরাে সার্ভের রিপাের্ট জানাল, দেশে প্রতি চারজনে অন্তত একজনের শরীরে মিলেছ অ্যান্টিবডি যার অর্থ এদের সকলের শরীরেই অজান্তে বাসা বেঁধেছিল কোভিড ভাইরাস। অথচ তারা কেউ আক্রান্ত হননি। অর্থাৎ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রপ্ত করতে পেরেছে তাদের শরীর।