• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেন্দ্রের পদক্ষেপে শীঘ্রই কমতে চলেছে ভোজ্য তেলের দাম

দিল্লি, ২৫ জানুয়ারি– সবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর্ব শেষ হল৷ এবার ভোট উৎসবের পালা৷ বাজেটও আসতে চলেছে কয়েকদিন পর৷ এই আবহে জনগণের রান্নাঘরের বাজেট কমানোর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীঘ্রই সর্ষের তেল-সহ অন্যান্য ভোজ্যতেল সস্তা হতে পারে, কারণ সরকার তেল কোম্পানিগুলিকে তাদের পণ্যের দাম কমাতে বলেছে৷ আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে৷ কেন্দ্রীয়

দিল্লি, ২৫ জানুয়ারি– সবে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর্ব শেষ হল৷ এবার ভোট উৎসবের পালা৷ বাজেটও আসতে চলেছে কয়েকদিন পর৷ এই আবহে জনগণের রান্নাঘরের বাজেট কমানোর প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ শীঘ্রই সর্ষের তেল-সহ অন্যান্য ভোজ্যতেল সস্তা হতে পারে, কারণ সরকার তেল কোম্পানিগুলিকে তাদের পণ্যের দাম কমাতে বলেছে৷
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে৷ কেন্দ্রীয় সরকার সর্ষের তেল-সহ সমস্ত ভোজ্য তেলের উৎপাদনকারী সংস্থাগুলিকে তাদের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বলেছে৷ মার্চ পর্যন্ত সরিষার সর্ষের দাম কমবে না?সরকার তেল কোম্পানিগুলিকে দাম কমাতে বলে থাকতে পারে৷ কিন্ত্ত, বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্চ পর্যন্ত সর্ষের তেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই৷ মার্চে নতুন ফসল ওঠার পরই সর্ষের তেলের দাম কমবে৷ এদিকে, তেল কোম্পানিগুলির একটি সংগঠন সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় ঝুনঝুনওয়ালা বলেছেন, “খাদ্য সরবরাহ মন্ত্রক সয়াবিন, সূর্যমুখী এবং পাম তেলের এমআরপি কমাতে বলেছে৷ আন্তর্জাতিক দরপতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলির পরিবর্তন করা হয়নি৷ এক ভোজ্যতেল কোম্পানির সিইও জানান, তেলের দাম কিছু অবিলম্বে হ্রাস করার সুযোগ রয়েছে৷ তবে তেলের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে৷ এমতাবস্থায় দাম কমার কোনও সম্ভাবনা নেই৷ কোম্পানি প্রতি মাসে তার পণ্যের এমআরপি পরিবর্তন করে, যা আগের মাসের বাজার প্রবণতার উপর ভিত্তি করে৷