ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধানবাদের অভয়া সুন্দরী গার্লস স্কুলে নির্বাচনে সুরক্ষার জন্য নিযুক্ত ত্রিপুরা রাইফেল এর কনস্টেবল ফ্রান্সিস জেভিয়ার্স কুজুর হৃদয় গতি রোধ হয়ে মারা যায়। ধানবাদের পুলিশ লাইনে তাকে আজ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। তারপর মৃত দেহ তাঁর পৈতৃক বাড়ি ঝাড়খণ্ডের গুমলাতে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে ধানবাদের সিটি এসপি জানান।
ধানবাদের ৬টি বিধানসভায় মোট ৫টি ত্রিপুরা রাইফেল এর কোম্পানিকে ভোট এর সুরক্ষায় লাগানো হয়েছিল। পুলিশ লাইনের শ্রদ্ধাঞ্জলি সভায় ত্রিপুরা রাইফেল এর অফিসার আলোক ভট্টাচার্য সহ এই কোম্পানির পুলিশ এবং ঝাড়খণ্ড পুলিশের অফিসার ও কনস্টেবল উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ভোট চলাকালীন তাঁর শরীর খারাপ হয়। ধান বাদের পিএমএইচ ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। এই নিয়ে বিধানসভা নির্বাচনে ধান বাদে দুজনের প্রাণ গেল।