ভোটে জিততে বাংলার মডেলে দিল্লিতে কংগ্রেসের ‘পেয়ারি দিদি’

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিল্লির নির্বাচনে এবার মহিলাদের মন পেতে বাংলার মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করলো কংগ্রেস। সোমবার হাত শিবির দিল্লির মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছে বিধানসভা নির্বাচনে জিতলে মহিলাদের জন্য মাসিক ২৫০০ টাকা ভাতা দেবে কংগ্রেস সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পেয়ারি দিদি’। যা বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের নামান্তর বলা যায়। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে আপ ও কংগ্রেসের দড়ি টানাটানি শুরু হয়ে গেলো।

দিল্লি নির্বাচনে জিততে আপ ও বিজেপিকে লাগাতার সমালোচনা না করে দিল্লির মানুষের মন জয় করতে হবে, একথা ভালোভাবেই বুঝেছে কংগ্রেস। তাই রবিবার সকালে হাত শিবির দাবি করেছিলো, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দেশবিরোধী। সাংবাদিক বৈঠক করে তা তাঁরা প্রমাণ করবে। কিন্তু সেই বৈঠক হঠাৎ করেই স্থগিত করে দেওয়া হয়েছিলো। কেজরিওয়ালকে নিশানা করার নেতিবাচক নীতি থেকে সরে এসে কংগ্রেস চাইছে জনমোহিনী প্রতিশ্রুতির মানুষের সামনে তুলে ধরতে। তারা সরকারে এলে কী কী করবে সেই তালিকায় প্রধান হলো ‘পেয়ারি দিদি’ প্রতিশ্রুতি।

কংগ্রেসের তরফে দিল্লির নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। তাঁকে মধ্যমণি করেই রীতিমত আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে ডিকে শিবকুমার জানিয়েছেন, ‘এবারে দিল্লিতে জয় পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দিল্লিতে সরকার গঠনের পরেই মহিলাদের জন্য চালু করা হবে ‘পেয়ারি দিদি যোজনা’। এই যোজনায় প্রতিমাসে রাজ্যের মহিলাদের ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। যেমনভাবে কর্ণাটকে আমরা চালু করেছি।’


একই পথে হেঁটে গত মাসেই দিল্লির ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে আপ সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘মহিলা সম্মান যোজনা’। শুধু তাই নয়, নির্বাচনে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেজরিওয়াল। এবার দিল্লি নির্বাচনে জিততে তারই পাল্টা ‘পেয়ারি দিদি’ নিয়ে এলো কংগ্রেস। ফলে দুই দলের লড়াই যে তুঙ্গে উঠেছে, তা বলাই যায়।

এই প্রসঙ্গে বলা যায় ২০২১ সালে বিধানসভার নির্বাচনী প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা বাংলার মহিলাদের স্বাবলম্বী করেছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ যে মাস্টার স্ট্রোক, সে কথা স্বীকার করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরে মধ্যপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যে মহিলাদের জন্য ভাতার
প্রতিশ্রুতি দিয়ে সাফল্যও পেয়েছে রাজনৈতিক দলগুলি।