• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভারত জোড়ো যাত্রায় ২ ঘণ্টাতেই ২ কোটি, অনুদান দিলেই পাওনা রাহুলের বিশেষ উপহার

দিল্লি, ২৭ জানুয়ারি– গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি৷ কংগ্রেসের সেই যাত্রা মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম পার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে৷ যাত্রা শুরুর পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আর্থিক অনুদান গ্রহণ করা শুরু করল কংগ্রেস৷ আশ্চর্যের বিষয় অনুদান গ্রহণ শুরু হতেই নাকি ২ কোটি জামা পড়েছে

দিল্লি, ২৭ জানুয়ারি– গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি৷ কংগ্রেসের সেই যাত্রা মিজোরাম, অরুণাচল প্রদেশ, অসম পার করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে৷ যাত্রা শুরুর পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য আর্থিক অনুদান গ্রহণ করা শুরু করল কংগ্রেস৷ আশ্চর্যের বিষয় অনুদান গ্রহণ শুরু হতেই নাকি ২ কোটি জামা পড়েছে কংগ্রেসের ভাড়ারে৷ এ দিন কংগ্রেস নেতা জয়রাম রমেশ সাংবাদিক বৈঠক করে জানান, মাত্র ২ ঘণ্টাতেই এই টাকা জমা পডে়ছে৷

এদিন জয়রাম রমেশ ও অজয় মাকেন সাংবাদিক সম্মেলনে জানান, যারা ভারত জোড়ো ন্যায় যাত্রায় আর্থিক অনুদান হিসেবে আজকের মধ্যেই ২০ কোটি সংগ্রহের লক্ষ্য রয়েছে৷ তারা আরও জানান, ‘ভারত জোড়ো যাত্রার সময়ও কংগ্রেস সমর্থকরা ১৭ কোটি টাকা অনুদান দিয়েছিলেন৷ পদযাত্রায় রাহুল গান্ধিকে কিলোমিটার প্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা অবধি অনুদান দেওয়া হয়েছে৷ এইভাবেই ২ ঘণ্টায় ২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে৷’

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সকাল ১১টা থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে৷ দুপুর ১টার মধ্যেই ২ কোটি টাকা জমা পডে়ছে৷ যারা ৬৭০ টাকা বা তার বেশি অনুদান দিয়েছেন, তাদের রাহুল গান্ধির সাক্ষর করা টি-শার্ট দেওয়া হবে৷ যারা ৬৭ হাজার টাকার বেশি অনুদান দেবেন, তাদের ভারত জোড়ো ন্যায় যাত্রার টি-শার্ট, ব্যাজ ও ব্যান্ডের গিফ্ট কিট দেওয়া হবে৷ তাছাড়া যেকোনও আর্থিক অনুদান দিলেই রাহুল গান্ধির সই করা চিঠি উপহার দেওয়া হবে৷