• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রিয়াঙ্কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হােক দাবি উত্তরপ্রদেশের কংগ্রেস নেতাদের

এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় সামলাতে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীরা।

প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Photo: IANS)

২০১৪ লােকসভা নির্বাচন থেকেই উত্তরপ্রদেশ থেকে শুরু করে দেশজুড়ে গেরুয়া ঝড় উঠছে। রাহুল গান্ধিকে মুখ করে, বহু চেষ্টা করেও উত্তরপ্রদেশে জয় পায়নি কংগ্রেস, বরং এবারের লােকসভা নির্বাচনে কংগ্রেস সভাপতিকেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তাই এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড় সামলাতে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা-কর্মীরা

সূত্রের খবর, গত বুধবার একদিনের সফরে উত্তরপ্রদেশের রায়বরেলি যান প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা। সেখানকার একটি গেস্ট হাউজে ওই রাজ্যের ৪২টি লােকসভা আসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মূলত রাজ্যে দলীয় নেতা-কর্মীদের চাঙা করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে কীভাবে যােগী ঝড় সামাল দেওয়া যায়, তা নিয়েই বৈঠকে আলােচনা হয়।

ওই আলােচনায় উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারাই গেরুয়া ঝড় সামলানাের উপায় বাতলে দেন। প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে লড়াই করতে চান জানিয়ে এখনই রাজীব তনয়াকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘােষণা করার দাবি তােলেন তারা, যদিও প্রিয়াঙ্কা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

প্রসঙ্গত, ২০১৯ লােকসভা নির্বাচনে হাওয়া ঘােরাতে প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসেন কংগ্রেস নেতৃত্ব। লােকসভা নির্বাচনের কয়েক মাস আগে তাঁকে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক করা হয়। এরপরই প্রিয়াঙ্কার জনসমাবেশ ঘিরে জনতার ঢল নামে, যদিও শেষরক্ষা হয়নি। কয়েকটি আসন কংগ্রেসের দখলে গেলেও সামগ্রিকভাবে উত্তরপ্রদেশে কংগ্রেসের ফল খুবই খারাপ। কংগ্রেস দুর্গ আমেঠিতেও পরাজিত হয়েছেন রাহুল গান্ধি।