‘১৫ দিনের মধ্যে বাড়ি উড়িয়ে দেব’, এবার হুমকি কংগ্রেস সাংসদকে

অভিনেতা সলমন খান, শাহরুখ খানের পর এবার হুমকির শিকার হেভিওয়েট কংগ্রেস সাংসদ। বিহারের পূর্ণিয়ার কংগ্রেস সাংসদ পাপ্পু যাদবকে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল। কয়েক দিন আগেই পাপ্পু যাদব পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তারপরেও হুমকি থামার লক্ষণ নেই। এবার পাপ্পুকে হুমকি দেওয়া ব্যক্তি বলেছেন, ১৫ দিনের মধ্যে আপনার বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

সাংসদের কার্যালয় থেকে জারি করা একটি চিঠির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এবার হুমকিদাতা ব্যক্তি অর্জুন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বলা হচ্ছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে হুমকি দেওয়া হয়েছে। নিজেকে সুপল জেলার বাসিন্দা বলে ঘোষণা করেছে হুমকিদাতা। পুলিশ অবশ্য এ বিষয়ে তেমন কিছুই জানে না। স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুরুষোত্তম কুমার জানান, এ ধরনের কোনও তথ্য নেই।

কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, হুমকিমূলক চিঠিতে লেখা আছে, ‘আমার বন্ধু লরেন্স বিষ্ণোই সবরমতী জেল থেকে বারবার আপনাকে ফোন করে, কিন্তু আপনি ফোন ধরছেন না। আপনার কাউন্টডাউন শুরু হয়েছে। আপনার পূর্ণিয়ার বাসভবন অর্জুন ভবন ১৫ দিনের মধ্যে উড়িয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে চিঠিতে আমার নাম্বার লেখা আছে। ওই নম্বরে যোগাযোগ করুন।


কুন্দন কুমারের নাম করে সাংসদ পাপ্পু যাদবকে এই চিঠি পাঠানো হয়েছে। মহারাষ্ট্রে বাবা সিদ্দিকী হত্যার পরে, সাংসদ পাপ্পু যাদব এক্স-এ পোস্ট করেছিলেন যে লরেন্স বিষ্ণোই দুই টাকার গুন্ডা। এর পরে পাপ্পু যাদব দাবি করেছিলেন, তাঁকে একটি হোয়াটস অ্যাপ কলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল।