বিচ্ছেদ হলেও ফের পিকে’র মুখে কংগ্রেসের ঢালাও প্রশংসা শোনা গেল। পাশাপাশি বিজেপিকে হারাতে তাঁর ‘বাজি’ যে দ্বিতীয় ফ্রন্ট, তাও আরও একবার স্পষ্ট করে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
২০২৪ সালের আগে শতাব্দীপ্রাচীন কংগ্রেসকে ‘ ঘুরে দাঁড়ানো’র টোটকা দিয়েছিলেন প্রশান্ত কিশোর। তৈরি করেছিলেন ব্লুপ্রিন্ট। তবে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পি কে কিন্তু কংগ্রেসের প্রতি তার অবস্থান বদলায়নি তা বুঝিয়ে দিলেন এই ভোট কুশলী।
পিকে স্পষ্ট বক্তব্য,” দেশের জন্য কংগ্রেসের আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। কারণ কংগ্রেস শক্তিশালী হওয়া গোটা দেশের জন্য ভালো।”
তবে বামেরা একাধিক বার তৃতীয় বিকল্প”র কথা বললেও, গোটা দেশে বিজেপিকে হারাতে যে একমাত্র দ্বিতীয় ফ্রন্ট একমাত্র পথ, তা মনে করিয়ে দিয়ে পিকে বলেন, ” কোন তৃতীয় ফ্রন্ট বিজেপির হারাতে পারবে না। এই ক্ষেত্রে দ্বিতীয় ফ্রন্ট গড়তে হবে।”
এখানেই থামা নয় তাঁর আরও বক্তব্য,” তৃতীয় ফ্রন্ট তৈরী করতে সাহায্য করব এতো বোকা আমি নই । মনে রাখতে হবে নি: সন্দেহে কংগ্রেস দেশের দ্বিতীয় বৃহত্তম দল।”