• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

৫০ দিনেও ঠিক নেই রাহুলের উত্তরসূরির

কর্নাটকের সঙ্কটের সময়ও কেন্দ্রীয় স্তরে কোনও নেতা নেই । মনে করা হচ্ছে কর্নাটকের সমস্যা মিটলে তবেই বসবে ওয়ার্কিং কমিটির বৈঠক ।

রাহুল গান্ধী (Photo: IANS)

তাঁর পদত্যাগের পর কেটে গিয়েছে প্রায় ৫০ দিন । এখনও ঠিক হল না রাহুল গান্ধির উত্তরসূরি হিসেবে কে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবেন ।

২০১৭ সালে কংগ্রসের সভাপতি হয়েছিলেন রাহুল । ভােটের ফলের পর ২৫ মে হারের নৈতিক দায়িত্ব নিয়ে তিনি দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগ করেন ।

এই ৫০ দিনে রাহুল তাঁর পদত্যাগপত্র জনসমক্ষেও নিয়ে এসেছেন । তাঁর টুইটার একাউন্ট থেকে মুছে দিয়েছেন ‘কংগ্রেস সভাপতি’ নামটাও । এই মুহুর্তে শতাব্দীপ্রাচীন এই দলটি নেতাহীন । রাজ্যস্তরেও পরপর পদত্যাগে শূন্যতা তৈরি হয়েছে ।

কর্নাটকের সঙ্কটের সময়ও কেন্দ্রীয় স্তরে কোনও নেতা নেই । মনে করা হচ্ছে কর্নাটকের সমস্যা মিটলে তবেই বসবে ওয়ার্কিং কমিটির বৈঠক ।