• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

২৪ এর বদলে ৪, সংবিধান হত্যা দিবসের জবাবে কংগ্রেসের মোদি মুক্তি দিবস

দিল্লি, ১৩ জুলাই– বিজেপির ২৪-র বদলে কংগ্রেসের ৪৷ গতকাল মোদি সরকার ২৪ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা করেছে৷ এই ঘোষণার মাধ্যমে বিজেপি যে আদতে কংগ্রেসকে বিধঁতে চেয়েছে তা বলার অপেক্ষা রাখে না কারণ ১৯৭৫ সালের ওই দিনই ইন্দিরা গান্ধি জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর মোদির ঘোষণার ঠিক একদিন পরই কংগ্রেস ৪ জুলাইকে মোদি মুক্তি

দিল্লি, ১৩ জুলাই– বিজেপির ২৪-র বদলে কংগ্রেসের ৪৷ গতকাল মোদি সরকার ২৪ জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা করেছে৷ এই ঘোষণার মাধ্যমে বিজেপি যে আদতে কংগ্রেসকে বিধঁতে চেয়েছে তা বলার অপেক্ষা রাখে না কারণ ১৯৭৫ সালের ওই দিনই ইন্দিরা গান্ধি জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন৷ আর মোদির ঘোষণার ঠিক একদিন পরই কংগ্রেস ৪ জুলাইকে মোদি মুক্তি দিবস হিসেবে পালনের ঘোষণা করল৷ কারণ এ বছর ওই দিনে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়৷ চারশো পার দূরে থাক তিনশোর গণ্ডিই পেরতে পারেনি পদ্ম শিবির৷

কংগ্রেস বিজেপির এই ফলকেই দেশের জন্য মোদি মুক্তি বলে মনে করছে৷ বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির কথায়, কেন্দ্র একটা পুরনো ইসু্য নিয়ে রাজনীতির জলঘোলা করতে চাইছে৷ ২৪ জুন যদি সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে মোদির শাসনকে কী বলা হবে? প্রবীণ নেতার কথায়, মোদির জমানাকে তো সংবিধান হত্যার দশক বলে চিহ্নিত করতে হয়৷ দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কথায়, নরেন্দ্র মোদি সরকার সংবিধান বদলে দেওয়ার চেষ্টায় ছিল৷ লোকসভা ভোটে মানুষ তাদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে৷

মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সদলবলে পথে নেমেছে কংগ্রেস৷ মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ মুম্বইয়ে তিনি মোদি সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘কেন্দ্রের সরকারটাই টিকবে না৷’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও কেন্দ্রের সিদ্ধান্তকে নজর ঘোরানোর চেষ্টা বলে উল্লেখ করেছেন৷

কংগ্রেস আগেই সদলবলে কেন্দ্রের বিরোধিতায় নামে৷ দলের একাধিক নেতা ও সাংসদ মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা জানিয়েছে, প্রতি বছর ৪ জুন কংগ্রেস মোদি মুক্তি দিবস পালন করবে দল৷