ভারত জুড়ে সংবিধান যাত্রার ঘোষণা করলো কংগ্রেস

প্রতীকী চিত্র

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর বেলগাভির অধিবেশন অর্ধসমাপ্ত রেখেই চলে আসতে হয়েছিলো কংগ্রেস নেতাদের। কিন্তু তাঁরা আম্বেদকরের অপমানের প্রতিবাদে বদ্ধপরিকর, সেটা আরও একবার সামনে এলো। আম্বেদকরকে সামনে রেখে ও সংবিধান রক্ষার জন্য শুক্রবার থেকে কর্মসূচি শুরু করে দিয়েছে কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান যাত্রা।’ দেশের বিভিন্ন প্রান্তে এই মিছিল করে সেখানে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করবে কংগ্রেস নেতারা।

গত ২৬ ডিসেম্বর কংগ্রেসের বর্ধিত কর্মসমিতির বৈঠক বসেছিলো কর্ণাটকের বেলগাভিতে। দু’দিনের এই বৈঠকের দ্বিতীয় দিনে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান র্যালি হওয়ার কথা ছিলো। কিন্তু ২৫ তারিখ রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর সমস্ত কর্মসূচি বাতিল হয়ে গিয়েছিলো। ঠিক হয়েছিলো জাতীয় শোক মিটলে আবার নতুন করে এই র‍্যালি কর্মসূচি শুরু হবে। সেই সঙ্গে সংবিধান প্রণেতা ড. ভীমরাও আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্য করায় অমিত শাহের পদত্যাগের দাবি করা হবে এই র‍্যালিতে।

কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি ভারতীয় গণতন্ত্রের ৭৫তম বর্ষে আম্বেদকরের জন্মস্থান মহুতে শুরু হবে এই র্যালির। আগামী ১ বছর ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে প্রতিটি জেলা, প্রতিটি ব্লকে হবে সংবিধান বাঁচাও রাষ্ট্রীয় পদযাত্রা।


রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বাদ দিলে দীর্ঘদিন দেশ জুড়ে কোনও গণআন্দোলনে নামেনি কংগ্রেস। তাই তারা চাইছে আম্বেদকরকে সামনে রেখে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান র‍্যালি নিয়ে সারাদেশ ঘুরতে। যাতে বিজেপির পালের হাওয়া কিছুটা হলেও কেড়ে নেওয়া যায়।