বাংলাদেশে চরম সঙ্কটে হিন্দুরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারতও। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রতিবেশী দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সংসদে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে এই নিয়ে বক্তব্যও রাখতে পারেন জয়শঙ্কর। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। প্রতিবাদের আঁচ এসে লেগেছে এপার বাংলাতেও। ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে দ্রুত চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত।