অভিযোগ ‘দুৰ্ভাগ্যজনক’: বিএসএফ

প্রতীকী ছবি (Photo: AFP)AFP PHOTO / Arindam DEY)

বিধানসভায় বিএসএফের ক্ষমতা বৃদ্ধি বিরোধী বিল নিয়ে আলোচনা চলাকালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক উদয়ন গুহ। বুধবার সাংবাদিক বৈঠক করে ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া।

বিধায়কের মন্তব্য ‘দুৰ্ভাগ্যজনক’ বলেই দাবি করলেন তিনি। বিধায়কের এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। বুধবার বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া বিধায়কের অভিযোগ খারিজ করে দেন।

তিনি বলেন, বিএসফের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। বিএসএফে চার হাজারেরও বেশি মহিলা জওয়ান রয়েছেন। এমন কোনও অভিযোগ উঠলে তা তদন্ত করে দেখা হবে।


তিনি জানান, বিএসএফের কাজ অনুপ্রবেশ রোখা। বিএসএফের ক্ষমতা সীমাবদ্ধ। তল্লাশি, বাজেয়াপ্ত, গ্রেপ্তার করতে পারে বিএসএফ। তবে বিএসএফ কোনও তদন্তকারী দল নয়। তাদের তদন্ত করার ক্ষমতা নেই।