• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল কমিশন

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে শনিবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে একটি বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচ রাজ্যের স্বাস্থ্য সচিবও।

A polling official applies indelible phosphorus ink on the fore finger of a voter. (File Photo: IANS)

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে শনিবার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে একটি বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাঁচ রাজ্যের স্বাস্থ্য সচিবও।

বৈঠকেই সিদ্ধান্ত হয় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জনসভা ও মিছিলের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর। এর আগে নির্বাচন কমিশন ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করে। পরে তা বাড়ানো হয় ২২ জানুয়ারি পর্যন্ত।

এদিনের বৈঠকের পর জনসভা, মিছিল ও রোড শো’র উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর কথা কমিশন এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।

তবে প্রথম দু’টি দফার প্রচারের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তবে প্রথম দফায় যেখানে ভোট রয়েছে, সেখানে ২৮ জানুয়ারি থেকে জনসভার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় দফায় ভোটের ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি থেকে ছাড় দেওয়া হয়েছে। ‘ডোর-টু-ডোর’ প্রচারের ক্ষেত্রে নিরাপত্তারক্ষী ছাড়া পাঁচ জনের বদলে দশ জনকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে।