পাটনা, ১২ মে – বিরোধী শিবিরের আরও এক শীর্ষ নেতার কপ্টারে ফের তল্লাশি চালাল নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ হাত শিবিরের। শনিবার বিহারের সমস্তিপুরে কংগ্রেস সভাপতির কপ্টারে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ করে কংগ্রেস। শনিবার মুজফফরপুর এবং সমস্তিপুরে একাধিক সভা করেন খাড়গে। দুই সভার মাঝে তল্লাশি চালানো হয়।কপ্টারে উঠে কমিশনের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন বলে অভিযোগ। যদিও খাড়গের কপ্টার থেকে আপত্তিকর কিছুই পাওয়া যায়নি।
লক্ষ্য বিরোধী শিবিরের শীর্ষস্তরের নেতারা। রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মল্লিকার্জুন খাড়গের কপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ করল কংগ্রেস।বিহার কংগ্রেসের প্রধান মুখপাত্র রাজেশ রাঠোরের দাবি, সমস্তিপুরে খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালানোর জন্য হাজির ছিলেন খোদ বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর প্রশ্ন, ‘ শাসকদলের নেতারা ইচ্ছামতো বিনা বাধায় যত্রতত্র ঘুরছেন । অথচ বিরোধীদের প্রথম সারির নেতাদের চপারে তল্লাশি চালানো হচ্ছে। ‘
রাজেশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, কপ্টারের পাশে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মী, নির্বাচনী আধিকারিকরা। ভিডিও পোস্ট করে রাজেশ বলেন, নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে, কংগ্রেস নেতাদের কপ্টারে তল্লাশি কি রুটিন ? এনডিএ শীর্ষ নেতাদের কপ্টারেও কি এভাবেই তল্লাশি চালানো হচ্ছে ? রাজেশের দাবি, ‘তল্লাশির পরিসংখ্যান প্রকাশ করা উচিত নির্বাচন কমিশনের। নয়তো মনে হবে শুধু বিরোধীদেরই নিশানা করা হচ্ছে।’
এর আগে কেরল এবং তামিলনাড়ুতে রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি চালিয়েছিল নির্বাচন কমিশন। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারেও তল্লাশি চালানো হয় যা নিয়ে বিতর্ক হয়েছে। এখনও পর্যন্ত যত জন কংগ্রেস নেতার কপ্টারে তল্লাশি হয়েছে তার ভিডিও প্রকাশের দাবি করেছেন বিহার কংগ্রেসের মুখপাত্র রাজেশ রাঠোর।