• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

২০২১-এ খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়, বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে না, আগামী বছর খুলবে বলে রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। (File Photo: IANS)

করােনা আবহে বিগত প্রায় সাত মাস ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ ছিল যদিও অনলাইন ক্লাস পরীক্ষা চালু আছে। বর্তমানে কোভিড পরিস্থিতিতে কিছুটা শিথিল হয়েছে। ট্রেন, বাস থেকে শুরু করে সব কলকারখানা কোভিড বিধি মেনে নতুন করে চালু হয়েছে।

এমতবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই এই বছর আর কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে না, আগামী বছর খুলবে বলে রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি আরও জানান, কিন্তু অনলাইনে যেমন পঠন পাঠন চলছে তেমনই চলবে। কলেজ বন্ধ থাকাকালীন স্নাতক ও স্নাতােকোত্তর পরীক্ষা অনলাইনে হয়েছে, তেমনই বাকি পরীক্ষাগুলিও হবে। কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইনেই হবে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। যে সব কলেজে এখনও আসন খালি আছে সেই সব কলেজে ভর্তির নতুন পাের্টাল চালু করা হবে। আগামী বছর পরিস্থিতি বিবেচনা করে কবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খােলা হবে তা ঠিক করা হবে।