দুই হাজার কোটি টাকার কোকেন উদ্ধার করা হল দিল্লি থেকে। পুলিশসূত্রে খবর, বাজেয়াপ্ত করা ৫৬৫ কেজি কোকেনের চোরা বাজারে দাম ২০০০ কোটি টাকা। বুধবার মাদক পাচারের অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স চারজনকে গ্রেফতার করেছে। পুলিশের মতে, এই বিশাল মূল্যের কোকেন চালানের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্র। উল্লেখ্য এত বিপুল পরিমান মূল্যের কোকেন এর আগে কখনও বাজেয়াপ্ত করেনি দিল্লি পুলিশ।
দিল্লির তিলক নগর এলাকা থেকে ৪০০ গ্রাম হেরোইন এবং ১৬০ গ্রাম কোকেন পাওয়ার পরে রাজধানী থেকে দুই আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয় ।
ওইদিনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি আবগারি বিভাগ এক ব্যক্তির কাছ থেকে ১৬৬০ গ্রাম কোকেন উদ্ধার করেছিল। চোরাবাজারে এর মূল্য প্রায় ২৪ কোটি টাকা। যাঁর কাছ থেকে এই কোকেন উদ্ধার করা হয় তিনি ফেডারেল রিপাবলিক অফ লাইবেরিয়ার নাগরিক বলে জানা গিয়েছে। তিনি দুবাই থেকে দিল্লি এসে পৌঁছন। দিল্লি কাস্টমসের তরফে জানানো হয়েছে , এই অভিযুক্তকে এনডিপিএস আইন অর্থাৎ নার্কোটিক ড্রাগস্ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্যাসটেন্স অ্যাক্ট, ১৯৮৫-এর অধীনে গ্রেপ্তার করা হয়েছে।’