কয়লা কেলেঙ্কারি: তিন বছরের জেল এনডিএ সরকারের প্রাক্তন মন্ত্রী দিলীপ রায়ের

নডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়। (File Photo: IANS)

কয়লা কেলেঙ্কারি’তে যুক্ত থাকায় তিন বছরের হাজতবাসের সাজা হল এনডিএ সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের কোল ব্লক কেলেঙ্কারিতে দুর্নীতি মামলায় তার সাজা ঘােষণা করেছে আদালত। 

দিলীপ রায়ের পাশাপাশি ওই মামলায় দোষী সাব্যস্ত আরও দু’জনকে তিন বছরেরর সাজা শুনিয়েছে সিবিআই-র বিশেষ আদালত। দোষী সাব্যস্ত সকলকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন বিশেষ বিচারক ভারত প্রসার। 

দিলীপ রায়ের সাজাদানকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাচ্ছেন তার আইনজীবী। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর জামিনেরও আবেদন জানাবেন তিনি।


কেন্দ্রে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে কয়লামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন দিলীপ রায়। চলতি মাসের শুরু দিকে অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযােগে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। যে ধারায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তাতে সর্বাধিক যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত তার। 

সিবিআই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর যাবজ্জীন কারদণ্ডের আর্জিই জানিয়েছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি ছিল, এই ধরনের অপরাধ দিনদিন বেড়েই চলেছে। তাই সমাজকে বার্তা দিতে এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজাই দেওয়া হােক অপরাধীকে। কয়লা মন্ত্রকের দুই শীর্ষ আধিকারিক প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনােলজিসের অধিকর্তা মহেন্দ্র কুমার আগরওয়ালারও যাবজ্জীবন কারাবাসের জন্য আবেদন জানিয়েছেন সিবিআইর আইনজীবীরা। 

১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে ব্রহ্মডিহা কোল ব্লকের বরাদ্দ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযােগে মামলা দায়ের হয়েছিল ওই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে।