দুটি স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ গেল দশম শ্রেণির এক পড়ুয়ার। মাথায় গুরুতর চোট পাওয়ায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে কেরলের কোঝিকোড় জেলায়।
জানা গিয়েছে, একটি কোচিং সেন্টারে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পড়ুয়াদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আহত দশম শ্রেণির ছাত্রকে ভর্তি করা হয় কোঝিকোড় মেডিক্যাল কলেজে। শুক্রবার রাত ১টা নাগাদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর প্রথমে দশম শ্রেণির ওই পড়ুয়ার আঘাত গুরুতর তা বোঝা যায়নি। স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোঝিকোড় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোমায় চলে যায় ওই কিশোর।