• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

দু’টি স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ আঘাতে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

প্রতীকী চিত্র

দুটি স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ গেল দশম শ্রেণির এক পড়ুয়ার। মাথায় গুরুতর চোট পাওয়ায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে কেরলের কোঝিকোড় জেলায়। 

জানা গিয়েছে, একটি কোচিং সেন্টারে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পড়ুয়াদের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আহত দশম শ্রেণির ছাত্রকে ভর্তি করা হয় কোঝিকোড় মেডিক্যাল কলেজে। শুক্রবার  রাত ১টা নাগাদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

কেরলে ছাত্র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি। রাজ্যের শিক্ষা অধিকর্তাকে বিভাগীয় অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, ‘ঘটনার তদন্ত করছে পুলিশ। কোঝিকোড়ের শিক্ষা বিভাগের উপ-অধিকর্তা একটি প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট জমা দিয়েছেন।’
 
পুলিশসূত্রে খবর,  কোঝিকোড়ের ভাট্টলি এমজে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও থামরাসেরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোচিং সেন্টারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আগের দিন কোচিং সেন্টারে অনুষ্ঠান চলাকালীন দুটি গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি হয়। তার জেরেই শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে।  কী কারণে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ৫ জন ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ৫ জন ছাত্রের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তবে তারা প্রত্যেকেই নাবালক হওয়ায় শনিবার তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়।   

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর প্রথমে দশম শ্রেণির ওই পড়ুয়ার আঘাত গুরুতর তা বোঝা যায়নি। স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কোঝিকোড় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কোমায় চলে যায় ওই কিশোর।