ইডি রক্ষার্থে নিজ খরচে সিআইএসএফের মোতায়েন স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লি, ২৯ এপ্রিল-–  সম্প্রতি পশ্চিমবঙ্গে অভিযুক্তের খোঁজে সন্দেশখালিতে হামলার শিকার হতে হয়েছে ইডি আধিকারিকদের৷ সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ইডির প্রতিটি অফিসে মোতায়েন করা হবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ৷ স্বরাষ্ট্রদফতর সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির  মোট ৪০টি শহরে ২১টি জোনাল ও ১৮টি সাব-জোনাল অফিস রয়েছে৷ সদর দফতর দিল্লিতে, যেখানে ইতিমধ্যেই সিআইএসএফ মোতায়েন রয়েছে৷
সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা, রাঁচি, রায়পুর, জয়পুর, জলন্ধর, কোচি ও মুম্বইয়ে ইডির অফিসে সিআইএসএফ জওয়ান মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বাকি অফিসগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কত খরচ হতে পারে, তার হিসাব করা হচ্ছে৷ জানা গিয়েছে, ইডির তরফেই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইডির সমস্ত দফতরে সিআইএসএফ মোতায়েন করার আবেদন জানানো হয়েছিল৷ আপাতত মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়, কেরল ও চণ্ডীগঢে় ‘নো কস্ট বেসিসে’ সিআইএসএফ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অর্থাৎ আপাতত এই ইডি অফিসগুলিতে সিআইএসএফ মোতায়েনের খরচ বহন করবে কেন্দ্র৷
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, গোয়েন্দা বাহিনী ও ইডির তথ্যের উপরে ভিত্তি করে সিআইএসএফ নিয়মিত ডিপ্লয়মেন্ট প্ল্যান তৈরি করবে৷ আগামী কয়েক মাসের মধ্যেই ইডি দফতরে সিআইএসএফ মোতায়েনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেই জানা গিয়েছে৷ বাংলায় রেশন দুর্নীতির তদন্ত করতে এসেই আক্রমণের মুখে পডে়ছিল ইডি৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে গেলে ইডির উপরে চড়াও হয়৷ ভাঙা হয় গাডি়, চুরি যায় ইডির ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি-তথ্য৷ এরপরে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-ও ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্ত করতে গিয়ে হামলার মুখে পডে়৷ এই হামলার পর থেকেই ইডি, সিবিআই, এনআইএ-র সমস্ত অভিযানে সঙ্গে থাকছেন সিআরপিএফ ও সিআইএসএফ জওয়ানরা৷