চন্ডীগড়, ৭ জনু– বিমানবন্দরে নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মেরে এক মুহূর্তে মিডিয়ায় ছেয়ে যাওয়া সেই সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করল পুলিশ৷ এমনকী তাকে সাসপেন্ডও করা হয়েছে৷
এই গ্রেফতারির পর অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে আবার বিতর্ক শুরু করে দিয়েছেন৷ তার বার্তায় কঙ্গনা জানিয়েছেন, তিনি ঠিক আছেন, তবে পাঞ্জাবে দিনদিন বেড়ে চলা উগ্রপন্থা নিয়ে তিনি চিন্তিত! তাঁর এই মন্তব্য নিয়েও আলাদা করে বিতর্ক সৃষ্টি হয়েছে৷
বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লি আসার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন কঙ্গনা৷ চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকের সময়ই ঘটে বিপত্তি৷ নিরাপত্তা বাহিনীর জওয়ান কুলবিন্দর কৌর তাঁকে সপাটে চড় মারেন৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল নিরাপত্তাকর্মীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলায় জডি়য়ে পডে়ন কঙ্গনা৷ তাঁকে নাকি সিকিওরিটি চেকের সময়ে বার বার ফোনটি ট্রে-র ভিতরে রাখতে বলা হয়েছিল৷ কিন্ত্ত তিনি রাজি হননি৷ আর তাতেই রেগে গিয়ে চড় মারেন ওই জওয়ান৷ কিন্ত্ত পরে ওই জওয়ানেরই একটি ভিডিও প্রকাশ্যে আসে যাতে তাঁকে বলতে শোনা যায় কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন৷ কুলবিন্দর স্পষ্ট করেন, ২০২১ সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন তার জন্যই তাঁকে চড় মেরেছেন তিনি৷ ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘উনি (কঙ্গনা) কি ওখানে বসেছিলেন? উনি মন্তব্য করেছিলেন৷ আমার মা ওই আন্দোলনে বসেছিলেন৷’ এই ঘটনার পরই অবশ্য কঙ্গনা কুলবিন্দরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন৷ দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে৷ সেই ব্যবস্থাই এবার নেওয়া হল৷