• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ভারতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য মডার্নার টিকা আমদানির অনুমতি দেওয়া হল ‘সিপলা’কে

জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। ভারতে মডার্নার করােনা টিকা আমদানি করার অনুমতি দেওয়া হল 'সিপলা'কে।

সিপলা (Photo: Cipla)

জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। মঙ্গলবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ভারতে মডার্নার করােনা টিকা আমদানি করার অনুমতি দেওয়া হল ‘সিপলা’কে। ভারতীয় সহকারী সংস্থা সিপলার মাধ্যমে ভারতে টিকা আমদানির আবেদন করেছিল মডার্না। এই আবেদনে সিলমােহর দিল কেন্দ্রীয় সরকার। তবে এই টিকার প্রয়ােগ হবে জরুরি ভিত্তিতে। 

কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুৎনিক-ভি’র পর মডার্না। এই নিয়ে চতুর্থ টিকা পেল ভারত। জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে দেশে প্রতিদিন এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে মডার্নার টিকার অনুমােদন পাওয়ায় আখেরে লাভ হবে। 

রাষ্ট্রসংঘে কো-ভ্যাক্স প্রকল্পের আওতায় আমেরিকা ভারতে বেশকিছু পরিমাণ মডার্নার টিকা পাঠাবে। সেই টিকা ব্যবহার করতে হলে অনুমতির প্রয়ােজন। এই কারণেই মডার্না ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আলাদা করে আবেদন করেছে।