ব্যবসায়ী খুনে বড় শাস্তির মুখে যাবজ্জীবন ভোগা ছোটা রাজন

মুম্বই, ৩০ মে– ২৩ বছর অবশেষে শাস্তির মুখে কুখ্যাত গ্যাস্টার ছোটা রাজন৷ বড় শাস্তির মুখেই পড়তে হচ্ছে তাকে৷ শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করবে মুম্বইয়ের আদালত৷ ২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যাকাণ্ডেই দোষী সাব্যস্ত ছোটা রাজন৷ প্রায় আড়াই দশকের পুরনো খুনের এই মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছে মুম্বইয়ের আদালত৷ দোষি সাব্যস্ত হলেও তার কী সাজা হতে চলেছে তা অবশ্য এখনও যায়নি৷
সূত্রের খবর, রাজনের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টে (মকোকা) মামলা দায়ের করা হয়েছিল৷ বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারপতি এ এম পাতিল ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেন৷ ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার ছোটা রাজনকে৷ খুন, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে৷ বর্তমানে তিহার জেলে বন্দি সে৷ উল্লেখ্য, সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খাটছে একদা মুম্বইয়ের ত্রাস৷ ২০০১ সালে ৪ মে খুন হন সেন্ট্রাল মুম্বইয়ের গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক জয়া শেট্টি৷ নিজের হোটেলের মধ্যে ঢুকে তাঁকে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী৷ তদন্তে জানা যায়, ছোটা রাজনকে টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়৷ পুলিশ জানতে পারে, মাফিয়াদের তরফে হুমকি মেলার পর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল জয়াকে৷ তবে খুন হওয়ার ২ মাস আগে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল৷ সেই মামলার তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পারে এই হত্যা মামলায় সরাসরি যোগ রয়েছে রাজনের৷ এর আগে এই মামলার শুনানিতে রাজনের এক সহযোগীকে বেকসুর খালাস করেছিল আদালত৷ তদন্তে জানা যায়, রাজনের নির্দেশে ৩ জনকে সঙ্গে নিয়ে জয়া শেট্টিকে খুন করে সমীর অশোক মালিক সঙ্গে ছিল অজয় মোহিতে, প্রমোদ ধোন্ডে এবং রাহুল পানসারে৷ এই হত্যাকারীদের আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত৷
ছোটা রাজেন নামে কুখ্যাত এই গ্যাংস্টারের আসল নাম রাজেন্দ্র সদাশিব নিখালজে৷ কয়েক মাস আগেই নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল যার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজন৷ হনসল মেহতা পরিচালিত ‘স্কুপ’ সিরিজ সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের ঘটনা নিয়ে তৈরি৷ সিরিজে তার ছবি এবং গলার স্বর ব্যবহারের বিরোধিতা করেছিল ছোটা রাজন৷ এই খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন আরেক সাংবাদিক জিগনা ভোরা৷ ২০১৮ সালে তিনি বেকসুর খালাস পান তবে, ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়৷