আরও একবার ভারতের সীমান্তে অনুপ্রবেশ লাল ফৌজের। এবার আর সেনা পােশাকে নয়, সাধারণ পোশাকেই লাদাখের ছাংতাং গ্রামে ঢুকে পড়েছিল একদল চিনা সেনা। এখানেই শেষ নয়, যারা সেখানে গবাদি পশু চড়াতে গিয়েছিল, তাদেরও বাঁধা দেয় চিনা সেনারা।
শেষপর্যন্ত স্থানীয় মানুষ ও আইটিবিপি-র কাছে বাধা পেয়ে ফিরে যেতে বাধ্য হয় তারা। এই খবর সামনে আসার পরেই ফের সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। রবিবার দুটি গাড়িতে বেশ কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে লেহর ১৪০ কিলােমিটার দূরে রিপা ভ্যালিতে ঢুকে পড়ে লাল ফৌজ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১৪ হাজার ফিট উপরে ওই এলাকাটি পুরােটাই ভারতের অংশ।
কিন্তু বিনা অনুমতিতেই সেখানে প্রবেশ করে চিনা সেনারা। এরপর স্থানীয় পশুপালকদের পশু চড়াতেও বাঁধা দিতে শুরু করে তারা। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তাদের বিরােধিতা করে। এর পরপরই ঘটনাস্থলে পৌছান আইটিবিপি’র জওয়ানরা। চাপে পড়ে পিছু হঠতে বাধ্য হয় চিনা সেনারা।
ইতিমধ্যে ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনও সরকারিভাবে সেনার তরফে কিছু জানানাে হয়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে যােগাযােগ করা হলেও মুখ খােলেননি কোনও সামরিক আধিকারিক। বিদেশ মন্ত্রকের তরফেও কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে চিনা সেনাদের ঢুকে পড়ার এই ভিডিওটি সােশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ওই চিনা সেনাদের সঙ্গে রীতিমতাে তর্কাতর্কি করছেন স্থানীয় বাসিন্দারা। এই প্রথম নয়, চলতি বছরে বারবার লাদাখে প্যাঙ্গং লেক এলাকা বরাবর এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন।