চিনের হ্যাকাররা হাতিয়ে নিয়েছে দেশের নাগরিকদের আধার কার্ডের তথ্য! এমনই বিস্ফোরক দাবি ‘কের্ডেড ফিউচার ইঙ্ক’ নামের এক সাইবার সুরক্ষা সংস্থার। তাদের দাবি, ইউ আই ডিএ আই এর ডেটা বেস থেকে তা চুরি করেছে হ্যাকাররা। যার জেরে প্রায় একশাে কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাস হয়েছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে সরকারি সংস্থা। সংবাদ সংস্থা রুমবার্গের এক প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।
মার্কিন সংস্থা ‘রেকর্ডেড ফিউচার’ জানিয়েছে, সম্ভবত কোনও সফটওয়্যারের সাহায্যে এই তথ্য হাতিয়েছে হ্যাকাররা। সফটওয়্যারটির সাহাযেয়ই তারা হামলা চালিয়েছে। দেশের একশাে কোটির বেশি মানুষের আধার তথ্য রক্ষণাবেক্ষণ করে।
দাবি, গত জুন বা জুলাই মাসে তাদের ডেটা বেসে হানা দেয় হ্যাকাররা। তবে এটা পরিষ্কার নয়, ঠিক কোন ধরনের তথ্য চুরি হয়েছে। জানানাে হয়েছে, এমন কোনও হ্যাকিং সম্পর্কে কোনও তথ্য তাদের কাছে নেই। সেই সঙ্গে আশ্বস্ত করে জানানাে হয়েছে, তাদের ডেটা বেস পুরােপুরি সুরক্ষিত। এবং গােটা সিস্টেমটা নিয়মিত আপডেট হতে থাকে।
অতি উচ্চস্তরের তথ্যসুরক্ষা ব্যবস্থাদ্বারা তা সুরক্ষিত। আধার কার্ডের নিরাপত্তা সম্পর্কে ওই সংস্থা আগেও জানিয়েছে। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস রিকগনিশন নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা। কিন্তু এবার তাদেরই তথ্য চুরি হওয়ার অভিযােগ উঠেছে। আধার তথ্য রক্ষণাবেক্ষণ করে।
দাবি, গত জুন বা জুলাই মাসে তাদের ডেটা বেসে হানা দেয় হ্যাকাররা। তবে এটা পরিষ্কার নয়, ঠিক কোন ধরনের তথ্য চুরি হয়েছে। জানানাে হয়েছে, এমন কোনও হ্যাকিং সম্পর্কে কোনও তথ্য তাদের কাছে নেই। সেই সঙ্গে আশ্বস্ত করে জানানাে হয়েছে, তাদের ডেটা বেস পুরােপুরি সুরক্ষিত। এবং গােটা সিস্টেমটা নিয়মিত আপডেট হতে থাকে।
অতি উচ্চস্তরের তথ্যসুরক্ষা ব্যবস্থাদ্বারা তা সুরক্ষিত। আধার কার্ডের নিরাপত্তা সম্পর্কে ওই সংস্থা আগেও জানিয়েছে। ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস রিকগনিশন নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছে ওই সংস্থা। কিন্তু এবার তাদেরই তথ্য চুরি হওয়ার অভিযােগ উঠেছে।