লাদাখ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিল দলাই লামার জন্মদিন উদযাপন ঘিরে। গত ৬ জুলাই লাদাখের দেমচুক সিন্ধু নদীর এক পাড়ে এই তিব্বতি ধর্মগুরুর জন্মদিন উদযাপন করছিলেন ভারতীয়রা।
এই খবর চিনা সেনাদের কাছে পৌছতেই লাদাখে ঢুকে পড়ে চিনের কিছু সেনা এবং সেদেশের কয়েকজন নাগরিক। পাঁচটি গাড়িতে করে এসে সিন্ধু নদীর ওপাড়ে দাঁড়িয়ে ভারতীয়দের উদ্দেশে চিনা পতাকা নাড়ান তারা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি চিনের রক্তচক্ষু উপেক্ষা করে দলাই লামার জন্মদিন পালন করার জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ধর্মগুরুর সঙ্গে তার যে ২০ মিনিট কথা হয়েছে তাও প্রধানমন্ত্রী জানান।
মােদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দলাই লামার সঙ্গে তার কথা হয়েছে বলে স্বীকার করেন। কোভিড় পরিস্থিতি স্তিমিত হলে নরেন্দ্র মােদির সঙ্গে দলাই লামার বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যেই এই ঘটনা শেষ পর্যন্ত এই বৈঠকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় কিনা তা সময়ই বলবে।