দিল্লি, ৮ মে– অবশেষে ১৮ মাস পর ভারতে নিজের রাষ্ট্রদূত পাঠাল চিন৷ পূর্ব লাদাখে ভারত-চিন সেনা সংঘাতের অতীতকে পিছনে ফেলে এবার ভারতে নিজের বিশ্বস্ত শি ফেইহং-কে রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে শি জিনপিং৷
দীর্ঘ ১৮ মাসের প্রতিক্ষার পর অবশেষে ভারতের রাষ্ট্রদূত হিসেবে আসতে চলেছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আস্থাভাজন ও অত্যন্ত কাছের এই প্রবীণ কূটনীতিবিদ৷ এবিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা না হলেও চিনা বিদেশমন্ত্রককে উদ্ধৃত করে এ খবর প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা পিটিআই৷ জানা যাচ্ছে, শি ফেইহং এর আগে রোমানিয়া ও আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন৷ এবার তাঁকেই দিল্লিতে নিযুক্ত করতে চলেছে বেজিং৷ অবশ্য ফেইহং যে ভারতের রাষ্ট্রদূত হতে পারেন সে কথা প্রথম প্রকাশ্যে এসেছিল গত জানুয়ারি মাসে৷ তবে সেই সময়ে দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগের সমস্ত প্রক্রিয়া ঝুলে থাকে৷ অবশেষে সেই জট কাটতে চলেছে বলেই সূত্রের খবর৷ভারতের শেষ চিনা রাষ্ট্রদূত ছিলেন সান ওয়েনডং৷ ২০২২ সালের অক্টোবর মাসে তাঁর মেয়াদ শেষের পর আর কোনও রাষ্ট্রদূত নিয়োগ হয়নি ভারতে৷
বর্তমানে ওয়েনডং চিনের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন৷ তাঁর জায়গায় এবার দায়িত্ব নিতে চলেছেন শি ফেইহং৷