• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মােদি-শাহকে আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা

সৌজন্যের আবহ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি,স্বরাষ্ট্রমন্ত্রী অর্মিত শাহকে লক্ষ্মণভােগ আম পাঠালেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মােদি (File Photo: Twitter/PIB)

সৌজন্যের আবহ তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, স্বরাষ্ট্রমন্ত্রী অর্মিত শাহকে লক্ষ্মণভােগ আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মােদি-শাহ নন, এই আম উপহার হিসেবে গিয়েছে রাষ্ট্রপতি ভবনেও।

সেই সঙ্গে দিল্লিতে থাকা বিভিন্ন দলের নেতা-নেত্রীদের বাড়িতেও আম পাঠানাে হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। মুখ্যমন্ত্রীর পাঠানাে উপহারে তিন জাতের আম রয়েছে। লক্ষ্মণভােগ, হিমসাগর, ল্যাংড়া।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লােকসভার স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও কংগ্রেস সভানেত্রী সােনিয়া গান্ধি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আম উপহার পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।