ছত্তিশগড়ে বিজেপি সাংসদের কনভয়ের গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু হল তিন বাইকআরোহীর। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় বিজেপি সাংসদ ভোজরাজ নাগের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার রাত ১১টা নাগাদ অন্তগড় থানার পোদগাঁও গ্রামে দুর্ঘটনাটি ঘটে। কাঙ্কেরের সাংসদ ভানুপ্রতাপপুর থেকে অন্তগড়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে এসইউভিটি রাস্তায় থাকা গবাদি পশুকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে চালক বিপরীত দিক থেকে আসা বাইকটিকে ধাক্কা মারেন। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। তৃতীয় ব্যক্তিকে কাঙ্কের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃতদের নাম খুমেশ্বর সম্রাথ, তামেশ্বর দেহরি ও গিরধারী।