সাত পাকে বাঁধা পড়লেন পিভি সিন্ধু। রবিবার হায়দরাবাদের বাসিন্দা তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে বিয়ে হয় জোড়া অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকার। রাজস্থানের উদয়পুরে বসেছিল সিন্ধুর বিয়ের আসর। সোমবার সকালে বিয়ের একাধিক ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
ছবিতে দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী বিয়ের পোশাক পরে বসে রয়েছেন নব দম্পতি। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। শেখাওয়াত লিখেছেন, উদয়পুরে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও বেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে উপস্থিত ছিলাম গত সন্ধ্যায়। নতুন জীবনের জন্য ওদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই।
আগামী ২৪ ডিসেম্বর হায়দ্রাবাদে একটি রিসেপশন পার্টি রয়েছে পিভি সিন্ধুর। ভারতের খেলাধুলোর জগতে সিন্ধুকে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসাবেই ধরা হয়। ২০১৬ এবং ২০২০ অলিম্পিক্সে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন। যদিও প্যারিস অলিম্পিক্সে তিনি কোনও পদক পাননি।
সিন্ধুর বাবা পিভি রামন্না জানিয়েছেন, দুই পরিবারের মধ্যে বহুদিন ধরেই সম্পর্ক ছিল। মাত্র মাসখানেক আগে বিয়ের পাকা কথা হয়েছে। তিনি একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকে সিন্ধুর ব্যস্ত ব্যাডমিন্টন সূচি থাকবে। সেই কারণে ডিসেম্বর মাসেই বিয়ে সম্পন্ন হল।
সিন্ধুর বর বেঙ্কট দত্ত সাই পোসিডেক্স টেকনোলজি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত ছিলেন কিছুদিনের জন্য। ২৪ ডিসেম্বর রিসেপশন নিজামের শহরে বসতে পারে চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, প্রচুর সেলিব্রিটি আমন্ত্রিত সেই অনুষ্ঠানে।