• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চার বছরে ৪৬ হাজার, আধা সেনায় জওয়ান আটকাতে বদলি স্বাধীনতা- বিমানযাত্রার সুবিধা

দিল্লি, ৭ মে– চাকরি ছাড়ার হিরিড় পড়েছে আধা সেনায়৷ ৪ বছরে জওয়ান ও অফিসার মিলিয়ে ৪৬ হাজার জন চাকরি ছেড়েছেন৷ সামরিক বাহিনীগুলি থেকে জওয়ান, অফিসারদের অনেকেই চাকরি ছেডে় দিচ্ছেন৷ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, ২০১৯ থেকে ২০২৩, এই পাঁচ বছরে ছয়টি আধা সামরিক বাহিনী থেকে যে ৪৬ হাজার জন চাকরি ছেডে়ছেন তার মধ্যে বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর

কেন্দ্রীয় বাহিনী (প্রতিনিধিত্বমূলক চিত্র) (Photo: IANS)

দিল্লি, ৭ মে– চাকরি ছাড়ার হিরিড় পড়েছে আধা সেনায়৷ ৪ বছরে জওয়ান ও অফিসার মিলিয়ে ৪৬ হাজার জন চাকরি ছেড়েছেন৷ সামরিক বাহিনীগুলি থেকে জওয়ান, অফিসারদের অনেকেই চাকরি ছেডে় দিচ্ছেন৷ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, ২০১৯ থেকে ২০২৩, এই পাঁচ বছরে ছয়টি আধা সামরিক বাহিনী থেকে যে ৪৬ হাজার জন চাকরি ছেডে়ছেন তার মধ্যে বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর ২১ হাজার জওয়ান ও অফিসার রয়েছেন৷ হঠাৎ করে এই চাকরি ছাড়ার জোওয়ার থামাতে নানান পদ্ধতি গ্রহণ করল কেন্দ্র৷ যাতে রয়েছে, বিএসএফে জওয়ান ও অফিসারদের পছন্দের জায়গায় বদলির সুবিধা৷ যুক্ত হতে চলেছে আরও কিছু সুবিধা৷ তারমধ্যে অন্যতম হল, জওয়ান, অফিসারেরা বাৎসরিক ছুটিতে থাকার সময় বিমানে যাওয়া-আসার সুবিধা পাবেন৷
তবে যদি আধা সেনার মধ্যে চাকরি ছাড়ার প্রবণতার কথা বলা হয় তবে তা আগেও ছিল সাম্প্রতিক অতীতে তা বেডে়ছে৷ ওয়াকিবহাল মহলের মতে, কাজের ধরন এবং ঘন ঘন বদলিতে বিরক্ত জওয়ান, অফিসারেরা৷ তার প্রধান কারণ নির্দিষ্ট কাজের সঙ্গে তাদের অন্যান্য ডিউটিও করতে হচ্ছে৷ ঘন ঘন বদলিও সেই কারণে৷ ঘন ঘন বদলি হতে হয়৷ এর ফলে মানসিক অসুস্থতা বাড়ছে৷ ছুটি না পাওয়ায় অনেক জওয়ান পদস্থ অফিসারের সঙ্গে গোলমালে জডি়য়ে পডে়ছেন, এমনকী আত্মহত্যার পথও বেছে নিয়েছেন অনেকে৷ পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় বিএসএফ৷ ওয়াকিবহাল মহলের খবর, দাঙ্গা থেকে নির্বাচন, সব কাজেই ডাক পডে় তাদের৷ একই কথা প্রয়োজ্য কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রেও৷ ওই বাহিনী তৈরি করা হয় কলকারখানাকে নিরাপত্তা দিতে৷ অথচ, ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে ঘটনা-দুর্ঘটনায় ছুটতে হয় ওই বাহিনীকেও৷ সেনা বাহিনীর সঙ্গে আধা সেনার কাজের এটাও মস্তবড় ফারাক৷ সেনা বাহিনীতে সাধারণত তিন বছরের জন্য বদলি করা হয়৷ দুর্গম কিছু এলাকা বাদে বাকি জায়গায় সুযোগ-সুবিধা যথেষ্ট এবং পরিবার নিয়ে থাকার সুযোগ রয়েছে৷ আধা সেনায় সেই সুযোগ সীমিত৷ বিএসএফের আইজি (পারসোন্যাল) এক নির্দেশিকায় বলেছেন, বাহিনীর ডিজি নতুন সুবিধা অনুমোদন করেছেন৷ তাতে বলা হয়েছে, বদলির ক্ষেত্রে বিএসএফের জওয়ানেরা পাঁচটি জায়গা বেছে নিতে পারবেন৷ অগ্রাধিকারের ভিত্তিতে একটিতে বদলি করার চেষ্টা করা হবে৷ এখন এই সুবিধা নেই৷ এছাড়া, ছুটি পেলেও অনেক জওয়ান-অফিসারের ট্রেনে-বাসে যাতায়াতেই কয়েকদিন চলে যায়৷ তাই বেশিরভাগ পথ বিমানে যাতায়াতের সুবিধা পাবেন বাহিনীর জওয়ান, অফিসারেরা৷