দিল্লি, ২৮ জুন– নিট, নেট নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে গোটা দেশ জুড়ে৷ যে উত্তেজনায় ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজক সংস্থা জাতীয় টেস্টিং এজেন্সি তথা এনটিএ-র বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজনৈতিক দলগুলিও৷ বিক্ষোভ দেখানো হয়েছে এনটিএর সদর দফতরেও৷ তবে নিট, নেট সহ বিভিন্ন পরীক্ষায় যে গলদ হয়েছে তার দায় এনটির তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রীও৷ ইতিমধ্যেই এনটিএ-র ডিজিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্র৷ কিন্ত্ত তাতে আমজনতার ক্ষোভ কমেনি৷ ভবিষ্যতে যাতে এমন অভিযোগ আর না ওঠে তার জন্য উঠেপড়ে লেগেছে সরকার৷ এনটিএ বিষয়টি যে আগাম দিনে বিজেপির জয়রথের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তা ভালোভাবেই বুঝেছে কেন্দ্রীয় গেরুয়া শিবির৷ আর তাই এবারে আসরে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এনটিএ-র শোধনের জন্য উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে৷ সেই কমিটি এবার পরীক্ষা পদ্ধতির আয়োজন সংক্রান্ত পরামর্শ চাইল সাধারণ মানুষের কাছ থেকেও৷ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ক্ষোভ কমাতে কমিটি গঠন নিয়ে পরামর্শ চাওয়া হয়েছে তাদের কাছেও৷ কী ভাবে এনটিএ-র পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন পড়ুয়া এবং অভিভাবকেরা৷
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ৪ জুন, লোকসভা নির্বাচনের ফলের দিনেই৷ তাতে দেখা যায়, ৭২০-র মধ্যে ৭২০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মোট ৬৭ জন৷ তাঁদের মধ্যে অনেকে আবার একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষায় বসেছিলেন৷ এ ছাড়া দেখা যায়, অনেক পরীক্ষার্থী এমন নম্বর পেয়েছেন, যা সাধারণ হিসাবের বাইরে৷ এর পরেই নিটের এই ফলের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে৷ অভিযোগ, প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল নিটের৷ এর পরে বিভিন্ন বিষয়ে গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট পরীক্ষার পরের দিনই বাতিল ঘোষণা করা হয়৷ এনটিএ-র গলদ স্বীকার করে নিয়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা পিছিয়ে দেয় কেন্দ্র৷ ডার্ক নেটে আগেই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে বলে জানান খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷
বৃহস্পতিবার নিট ইসু্যতে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া-র সদস্যরা দিল্লির এনটিএ অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে৷ তারপর একে একে তারা অফিসের ভিতরে ঢুকে ‘এনটিএ মুর্দাবাদ’, ‘এনটিএ বন্ধ কর’, এইসব স্লোগান তুলতে থাকে৷ প্রতিবাদস্বরূপ তালা দিয়ে দেওয়া হয় সদর দরজায়৷ এনটিএ অফিসে যখন এনএসইউআই বিক্ষোভ দেখাচ্ছে তখন দিল্লির যন্তর মন্তরের সামনে প্রতিবাদ কর্মসূচি করে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস৷