• facebook
  • twitter
Monday, 28 April, 2025

গত নভেম্বরের পর ফের বাড়ল মিড–ডে মিলের বরাদ্দ

মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে তার পরিমাণ দেখে সন্তুষ্ট হতে পারছেন না শিক্ষামহল।

মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে তার পরিমাণ দেখে সন্তুষ্ট হতে পারছেন না শিক্ষামহল। মূল্যবৃদ্ধির কারণে গত বছরের নভেম্বরের পর ফের একবার মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক এবং উচ্চপ্রাথমিকে মাথাপিছু যথাক্রমে ৫৯ পয়সা এবং ৮৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। যদিও এত কম বরাদ্দ বৃদ্ধিতে খুশি নয় শিক্ষামহলের একাংশ। শিক্ষকদের দাবি, পুষ্টিকর খাবারের জন্য মিড ডে মিলে বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

গত বছরের নভেম্বর মাসে কেন্দ্রের তরফে যখন মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর পরেও সন্তুষ্ট হতে পারেননি শিক্ষকরা। বরাদ্দ বেড়ে সেই সময় প্রাথমিকে মাথাপিছু ৬ টাকা ১৯ পয়সা হয়। অপরদিকে উচ্চ প্রাথমিকে মাথাপিছু হয় ৯ টাকা ২৯ পয়সা। তবে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে ফের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারণ সকলেরই জানা, এত কম টাকায় পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। যদিও এরপরেও খুশি নন শিক্ষকরা। মাথাপিছু বরাদ্দের পরিমাণ এত কম বাড়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। বর্তমানে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। অন্যদিকে উচ্চপ্রাথমিকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ১৭ পয়সা।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, বর্তমান অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের রান্নার খরচের বরাদ্দ সামান্য বাড়িয়েছে। কিন্তু চরম মূল্যবৃদ্ধির আবহে এই বরাদ্দ বৃদ্ধি খুব একটা কার্যকর হবে না বলেই মনে হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে মাথাপিছু অন্তত ১০ টাকা এবং উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে ১৫ টাকা করার দাবি জানিয়েছেন তিনি। পড়ুয়াদের পুষ্টিকর খাবারের জন্য মিড ডে মিলে বরাদ্দ আরও বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী।