ডাহা ফেল প্যারাসিটামল সহ ৫০টি ওষুধ, জারি সতর্কতা

দিল্লি, ২৬ জুন– এখন তো গুগলই ডাক্তার৷ কিছু হল কী হল না, গুগল দেখে পটাপট ওষুধ মুখে৷ আর প্যারাসিটামল তো এমন ওষুধ যা জ্বর থেকে ব্যাথা সব কাজেই অস্ত্র৷ কিন্তু জানেন কি এই যে কোনও সমস্যা সমাধানে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তা আপনার জন্য কতটা মারাত্বক৷ তারই হিসেব-নিকেষ দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন৷ সিডিএসসিও বলছে এখনই বন্ধ করুন এই অভ্যেস৷ কারণ প্যারাসিটামল সহ অন্তত ৫০টি ওষুধের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বলছে, এর বেশিরভাগই নিম্নমানের ওষুধ৷ তাই তারা সতর্কতা জারি করেছে৷
প্যারাসিটামল এবং বেশ কিছু অ্যান্টিবায়োটিক সহ প্রায় ৫০টি ওষুধের নমুনা সম্প্রতি পরীক্ষা করা হয়েছিল৷ সেই পরীক্ষায় ডাহা ফেল করেছে ওষুধগুলি৷ দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা তাই জানিয়েছে, এই ওষুধগুলির মান একেবারেই ভাল নয়৷ সূত্রের খবর, যে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এই ওষুধ তৈরি করেছে তাঁদের নোটিস পাঠানো হয়েছে৷ একই সঙ্গে, যে ওষুধগুলির গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারে ছড়িয়ে থাকলে তা দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
এই ওষুধের মধ্যে থেকে বেশিরভাগ ওষুধ হিমাচল প্রদেশে তৈরি হয়েছে৷ এছাড়া জয়পুর, হায়দরাবাদ, ভাদোদরা থেকেও বেশি কিছু নিম্নমানের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ ওষুধ পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারায় রেকর্ড হিমাচল প্রদেশ আগেও করেছে৷ গত বছরই সে রাজ্যে তৈরি ১২০টি ওষুধের নাম খারাপ এসেছিল৷
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহূত ক্লোনাজেপাম ট্যাবলেট, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন সহ ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্যে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম ট্যাবলেটের মান খারাপ৷ এগুলি ব্যবহার করার আগে সতর্ক থাকতে বলা হয়েছে৷