দেশের অর্থনীতিকে সচল রাখতে এবার দেশের স্ট্রিট ফুড ব্যবসায় নতুনত্ব নিয়ে আসতে চলেছে মােদি প্রশাসন। বড় রেস্তোরাগুলাের সঙ্গে পাল্লা দিয়ে স্ট্রিট ফুড ব্যবসায়ীরাও যাতে অনলাইন ডেলিভারি করতে পারেন তার জন্য প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান খােদ প্রধানমন্ত্রী।
মধ্যপ্রদেশে পিএম স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি স্কিম দ্বারা লাভবান ব্যবসায়ীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার পর মােদি বলেন, স্ট্রিট ফুড ব্যবসায়ীদের অনলাইন প্ল্যাটফর্ম দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। বড় বড় রেস্তোরাগুলাে গ্রাহকদের থেকে অনলাইনে অর্ডার নিয়ে গ্রাহকের ঠিকানায় পাঠিয়ে দেয়। স্ট্রিট ফুড ব্যবসায়ীদেরকেও এমন সুযােগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মধ্যপ্রদেশে পিএম স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি স্কিমের সমস্ত সুযােগসুবিধা রাজ্যের কয়েক লাখ মানুষের হাতে পৌছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মােদি রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্য সরকার পিএমএসভিএ নিধি স্কিমের সুবিধা পৌছে দিয়েছে তা নয় , দু’মাসের মধ্যে ৪.৫ লাখ মানুষকে পরিচয় পত্র দিয়েছে। কোভিড ১৯ প্রকোপের শিকার গরিব স্ট্রিট ভেন্ডারদের সহায়তা করার জন্য পিএমএসভিএ নিধি স্কিমে চালু করা হয়েছিল।
প্রধানমন্ত্রী মােদি বলেন, ‘আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পিএমএসভিএ নিধি স্কিম দ্বারা এক লাখ স্ট্রিট ফুড ব্যবসায়ীদের সুযােগ সুবিধে পাইয়ে দেওয়া ও ৪.৫ লাখ মানুষকে পরিচয়পত্র দেওয়া একটা বড় ব্যাপার। অন্যান্য রাজ্যগুলাের মধ্যপ্রদেশের দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত।’
স্ট্রিট ফুড ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী মােদি বলেন, ‘স্ট্রিট ফুড ব্যবসায়ীদের অনলাইন প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে একটা স্কিম তিরি করা হচ্ছে। ফলে তারাও বড় রেস্তোরাগুলাের মতাে অনলাইন ডেলিভারি দিতে পারবে। আপনারা যদি এগিয়ে আসেন, এধরনের সুযােগ দেওয়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’
পাশাপাশি, তিনি স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে ভালাে করে বুঝে নেওয়ার কথাও বলেন। তাঁর কথায়, ‘তিন-চার বছরে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়ে গেছে। পাশাপাশি কোভিড পর্বে এর গুরুত্বও যথেষ্ট বােঝা গেছে। এখন গ্রাহকরা নগদ পেমেন্ট করতে চান না। মােবাইল ফোনে সরাসরি পেমেন্ট করতে বেশি পছন্দ করেন।’
স্ট্রিট ফুড ব্যবসায়ীদের আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যাঙ্কের প্রতিনিধিরা ব্যবসায়ীদের কাছে গিয়ে তাদেরকে কিউআর কোড দেবেন ও কিভাবে তা ব্যবহার করতে হবে তা জানিয়ে দেবেন। পাশাপাশি, কেন্দ্রের তরফে রাজ্যের সবকটি বড় শহরে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের পিএমএসভিএ নিধি স্কিমের লাভ পাইয়ে দেওয়া নিশ্চিত করা হবে। যেখানে অতিমারী হােক না কেন, গরিব ভাই বােনেদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। তাদেরকে চাকরিক জন্য সমস্যায় পড়তে হয়। ফলে তারা গ্রামে ফিরে যান। সেখানেও কঠিন পরিস্থিতি। কেন্দ্র তাদের সমস্যাকে গুরুত্ব দিয়ে যথাসাধ্য রেশন সামগ্রী দিয়ে সহায়তা করার চেষ্টা করছে। তাদের জন্য রােজগারের সুযােগও তৈরি করছে।’
পিএম স্ট্রিট ভেন্ডরস আত্মনির্ভর নিধি স্কিমে কি কি সুবিধা দেওয়া হচ্ছে তা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্কিমের আওতায় লােন নিলে সুদের ওপর ৭ শতাংশ রিবেট এখন সকলে পাচ্ছেন। ব্যাঙ্ককে সময়মতাে টাকা ফেরত দিতে পারলে আরও সুযােগ পাওয়া যাবে। ডিজিট্যাল লেনদেন করলে আরও সুযােগ পাওয়া যাবে। পরের বার লােন নিতে গেলে বেশি পরিমাণ লােন পাওয়া সম্ভব হবে। আমাদের দেশে গরিবদের দুর্দশা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কেউ কোনও পদক্ষেপ নেয়নি। ছ’বছরে আমি পরিকল্পনা মােতাবেক একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি গরিবদের ঘরে রােজগার বৃদ্ধি করতে।