কুকি ও মেইতেই এই দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বারংবার উত্তাল হয়েছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে শান্তি ফেরাতে মণিপুরের মেইতেই, কুকি এবং নাগা বিধায়কদের সঙ্গে দিল্লিতে, মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যে শান্তি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রক এই বৈঠক ডেকেছে। তিন জন নাগা বিধায়ক বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। যদিও মেইতি এবং কুকি বিধায়কদের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
দুই জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে ২০২৩ সালের মে মাস থেকেই অশান্ত মণিপুর। মাঝে কিছুদিন শান্ত থাকলেও গত বছরের মে মাস থেকেও দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে একাধিকবার রক্তাক্ত হয়েছে মণিপুর। এই সংঘর্ষের ফলে প্রায় ২৫০ জন নিহত এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরে আরও ছ’মাসের জন্য বর্ধিত হয়েছে আফস্পা-র মেয়াদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এর স্থায়ী সমাধান করতে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে এবারই প্রথম শান্তি বৈঠকে বসতে চলেছেন মণিপুরের মেইতেই, কুকি এবং নাগা বিধায়কেরা।