পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি ২ টাকা অন্তঃশুল্ক বাড়াল কেন্দ্র । সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তি মারফত এ কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। জানানো হয়েছে, এখন থেকে পেট্রলের উপর অন্তঃশুল্ক বাড়িয়ে ১৩ টাকা করা হল। ডিজেলের ক্ষেত্রে ওই শুল্ক ১০ টাকা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে।
অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে ১৯৪৪ সালের কেন্দ্রীয় অন্তঃশুল্ক আইনের ৫এ ধারা এবং ২০০২ সালের অর্থ আইনের ১৪৭ ধারার অধীনে এই বর্ধিত শুল্ক আরোপ করছে কেন্দ্রীয় সরকার।এই প্রসঙ্গে পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং তেল সংস্থাগুলির ক্ষতি কিছুটা কমাতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গ্যাসের দামে ভর্তুকি দেওয়ার কারণে তেল সংস্থাগুলির ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।
বর্তমানে সরকার পেট্রল প্রতি লিটারে ১৯.৯০ টাকা আবগারি শুল্ক নেয়। মঙ্গলবার থেকে তা বেড়ে হচ্ছে লিটার প্রতি ২১.৯০ টাকা।একইভাবে, ডিজেলের উপর বর্তমানে আবগারি শুল্ক প্রতি লিটারে ১৫.৮০ টাকা, মঙ্গলবার থেকে এটি বেড়ে হবে ১৭.৮০ টাকা। দিল্লিতে পেট্রলের খুচরো মূল্য প্রতি লিটারে ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬৭ টাকা।
হঠাৎ করে কেন পেট্রল, ডিজেলের উপর অন্তঃশুল্ক চাপানো হল তার ব্যাখ্যা অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেয়নি। তবে পর্যবেক্ষকদের অনেকের মতে, সামাজিক ক্ষেত্রে বরাদ্দের সংস্থান করার উদ্দেশে সম্ভবত এই পদক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে কোনও নির্বাচন নেই। তার ফলে সরকারের সামনে কঠিন পদক্ষেপ করার সুযোগও ছিল। তারই সদ্ব্যবহার করা হয়েছে। গত বছর লোকসভা নির্বাচনের ঘোষণার ঠিক আগে সরকার পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা করে কমিয়েছিল।
তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে জানা যাচ্ছে, গ্রাহকদের উপর এই বৃদ্ধির প্রভাব পড়বে না। কারণ তেল বিপণন সংস্থাগুলিই সম্ভবত এই খরচ বহন করবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর পরিস্থিতি তৈরি হলেও তার সঙ্গে বর্ধিত আবগারি শুল্ক সমন্বয় করা হতে পারে।