কেন্দ্রের নির্দেশে অস্তিত্বহীন ১৮ ওটিটি, ১৯ ওয়েবসাইট

শিল্পের স্বাধীনতার নামে অশ্লীল কনটেন্ট-পর্ন ছবি

দিল্লি, ১৪ মার্চ– সতর্ক করা হয়েছিল আগেই৷ তবুও ‘শিল্পের স্বাধীনতা’র দোহাই দিয়ে অশ্লীল কনটেন্ট দেখানো অব্যাহত রাখে কর্তৃপক্ষ৷ এর পরেই কঠিন পদক্ষেপ করল কেন্দ্র৷ তথ্য ও প্রযুক্তি আইন ২০০০-এর আওতায় ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট এবং ১০টি অ্যাপকে ব্লক করা হল কেন্দ্রের তরফে৷ নিষ্ক্রিয় করা হয়েছে ড্রিমস ফ্লিমস, ভুভি, ইয়েস্মা, আনকাট আড্ডা, ট্রাই ফ্লিক্স, এক্স প্রাইম, নিয়ন এক্স ভিআইপি, বেশরম, হান্টার্স, ব়্যাবিট, এক্সট্রামুড, নিউফ্লিক্স, মুডএক্স, মোজফ্লিক্স, হট শটস ভিআইপি, ফুগি, চিকুফ্লিক্স এবং প্রাইম প্লে৷ বৃহস্পতিবার থেকে এগুলির অস্তিত্ব থাকল না৷

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ওই প্ল্যাটফর্মগুলির কনটেন্টের একটি বড় অংশে মহিলাদের অসম্মান করা হয়েছে৷ আরও অভিযোগ, অপ্রয়োজনীয় ভাবে নগ্নতা এবং যৌন ক্রিয়াকলাপকে চিত্রিত করা হয়েছে৷ যেমন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে শারীরিক সম্পর্ক, পারিবারের সদস্যদের মধ্যে অবৈধ সম্পর্ক ইত্যাদি৷


নিষিদ্ধ করা অ্যাপগুলির ক্ষেত্রে ভুরি ভুরি অশ্লীল কনটেন্ট, এমনকী পর্ন ছবি দেখানোর অভিযোগ ছিল৷ ব্লক করা দশটি অ্যাপের মধ্যে ৭টি মিলত গুগল প্লে স্টোরে, ৩টি পাওয়া যেত অ্যাপেল স্টোরে৷ অভিযুক্ত ওটিটি প্লাটফর্ম, অ্যাপ এবং ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত ৫৭টি সোশাল মিডিয়া অ্যাকাউন্টকেও নিষ্ক্রিয় করা হয়েছে বলে জান গিয়েছে৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই ওটিটি প্লাটফর্ম, ওয়েবসাইট এবং অ্যাপগুলিকে সতর্ক করা হয়েছিল৷  ব্লক করা একটি ওটিটি অ্যাপ ডাউনলোড হয়েছে ১ কোটির বেশি৷ অন্য দুটি ডাউনলোড হয়েছে ৫০ লক্ষের বেশি৷