• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

আসতে চলেছে ‘প্যান ২.০’, থাকবে কিউআর কোড-ও!

কেন্দ্র সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান ২.০ প্রকল্পটিকে সফল করাই সরকারের লক্ষ্য।

প্যান কার্ড। প্রতীকী চিত্র।

আসতে চলেছে ‘প্যান ২.০’! এবার থেকে প্যান কার্ডে যোগ করা হবে কিউআর কোড! গত সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আর্থিক বিষয়সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স বা সিসিইএ) এমনটাই সিদ্ধান্ত নিল। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আয়কর বিভাগের এই নয়া প্রকল্পের জন্য মোট খরচ হতে চলেছে ১,৪৩৫ কোটি টাকা।

এই ‘প্যান ২.০’ এর ফলে প্রযুক্তিগতভাবে আমূল পরিবর্তন হবে, এমনটাই দাবি অর্থ মন্ত্রকের। করদাতাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারও অনেক সহজসরল হয়ে যাবে। উন্নততর গুণমানের সঙ্গে দ্রুতগতির পরিষেবা, সহজে অ্যাক্সেস করতে পারা, তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে একটাই সোর্স পয়েন্ট, পরিবেশবান্ধব ইত্যাদি নানা সুবিধে এই নতুন প্যান কার্ডে থাকবে। এই নতুন প্যান কার্ড আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিতও হবে বলে জানানো হয়েছে আয়কর বিভাগের তরফে।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।’

কেন্দ্রীয় ক্যাবিনেটের এক সদস্যের মতে, করদাতাদের রেজিস্ট্রেশন সার্ভিসকে রি-ইঞ্জিনিয়ার করবার জন্য এটি একটি নতুন ই-গভর্নেন্স প্রকল্প, যাতে প্যান/ট্যান পরিষেবা করদাতাদের প্রযুক্তিগতভাবে উন্নততর ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে সক্ষম হয়।

নয়া প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হওয়ায় ডিজিটাল জালিয়াতির হারও কমবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। সেই সঙ্গে, স্বচ্ছতর আর্থিক লেনদেনের পথে আরও এক ধাপ অগ্রসর হওয়া সম্ভবপর হয়ে উঠবে। কেন্দ্র সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ডিজিটাল ইন্ডিয়ার অধীনে প্যান ২.০ প্রকল্পটিকে সফল করাই সরকারের লক্ষ্য।