সিবিএসই দশম ও দ্বাদশের প্রশ্নপত্রের বিষয়ভিত্তিক নম্বর বন্টন ও সময়সূচি প্রকাশ

আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশিত হল। ১ জানুয়ারি, ২০২৫ থেকে শুরু হবে দশম শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা। দ্বাদশ শ্রেণীর প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ২০২৫-এর ১৫ ফেব্রুয়ারি থেকে।  বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ডের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী বছরের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এরপর বোর্ডের ওয়েবসাইটে দশম ও দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হবে বলে জানা গেছে।   সম্পূর্ণ সূচি জানতে cbse.gov.in -এ ক্লিক করতে হবে।

প্রার্থীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দশম শ্রেণীর ৮৩টি বিষয় এবং দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত ১২১টি বিষযে জন্য নম্বরের বন্টন সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন। নোটিস দিয়ে জানানো হয়েছে, অনেক সময় স্কুলগুলো প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর আপলোড করতে ভুল করে। এবারে সেইসব ভুল এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পাশাপাশি সহজে ও সঠিকভাবে সমস্ত পরীক্ষাগুলো পরিচালনার জন্যও স্কুলগুলোকে বিস্তারিত তথ্য দিয়েছে বোর্ড।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক কোড, বিষয়ের নাম, লিখিতপরীক্ষার সর্বোচ্চ নম্বর, ব্যবহারিক পরীক্ষা, প্রকল্প মূল্যায়ন, অভ্যন্তরীণ মূল্যায়ন সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে রয়েছে। ব্যবহারিক প্রকল্প মূল্যায়নের জন্য বহিরাগত পরীক্ষক নিয়োগ করা হবে। বোর্ড ব্যবহারিক উত্তর সংক্রান্ত বই সরবরাহ করবে কিনা সে সম্পর্কেও তথ্য রয়েছে সার্কুলারটিতে। লিখিত পরীক্ষায় কি ধরনের বই মনোনীত করা হবে তাও বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বোর্ড পরীক্ষায় বসার যোগ্য হওয়ার জন্য, শিক্ষার্থীদের ন্যূনতম উপস্থিতি ৭৫ শতাংশ রাখতে হবে।  বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন চিকিৎসা, জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ বা অন্যান্য গুরুতর পরিস্থিতিতে, যদি প্রাসঙ্গিক তথ্য জমা দিলে উপস্থিতি ২৫ শতাংশ পর্যন্ত শিথিল করা যেতে পারে।