• facebook
  • twitter
Wednesday, 19 February, 2025

১০০ কোটিরও বেশি জালিয়াতিতে গ্রেপ্তার ২, বড় সাফল্য পেল সিবিআই

পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সিবিআই ইন্টারপোলের রেড নোটিসে নাম থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু এবং গুজরাতে পৃথক মামলায় নাম ছিল তাদের।

প্রতীকী চিত্র

পুলিশের সঙ্গে যৌথ অভিযানে সিবিআই ইন্টারপোলের রেড নোটিসে নাম থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু এবং গুজরাতে পৃথক মামলায় নাম ছিল তাদের। গ্রেপ্তারি এড়াতে তারা দুজনেই আমেরিকা এবং থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিল। আধিকারিকদের মতে, সেখান থেকে ফেরার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এক পুলিশ আধিকারিক বলেন, পঞ্জি স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীদের ৮৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতে অভিযুক্ত জনার্থান সুন্দরমকে ব্যাঙ্কক থেকে ভারতে আনা হয়েছিল। তামিলনাড়ু পুলিশ তাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু পুলিশ তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি এবং গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।

দ্বিতীয় ব্যক্তি জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় জড়িত ছিলেন। ২০ বছর ধরে পলাতক বীরেন্দ্রভাই মণিভাই প্যাটেলের প্রত্যাবর্তন নিশ্চিত করতে আহমেদাবাদ বিমানবন্দরে সিবিআইয়ের গ্লোবাল অপারেশনস সেন্টার, গুজরাত পুলিশ ও অভিবাসন দপ্তরের আধিকারিকদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। ২০০২ সালে গুজরাট পুলিশ কর্তৃক দায়ের করা ৭৭ কোটি টাকার জালিয়াতির মামলায় জড়িত ছিল আনন্দের চারোতর নাগরিক সহকারী ব্যাঙ্কের ডিরেক্টর বীরেন্দ্রভাই মণিভাই প্যাটেল।